‘উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়, সিলেট বিভাগ, সিলেট’ ভূমি সংস্কার বোর্ডের আওতাভুক্ত একটি গুরুত্বপূর্ণ সহযোগী প্রতিষ্ঠান। ব্রিটিশ আমলে সৃষ্ট বোর্ড অব রেভিনিউ এর আদলে চলমান অবস্থার প্রেক্ষাপটে মাঠ পর্যায়ে ভূমি প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি ও পরিদর্শনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনয়ন, ভূমি মালিকগণকে দ্রুত সর্বোত্তম সেবা প্রদান নিশ্চিতকরণ, ভূমি উন্নয়ন করের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও আদায়ের অগ্রগতি মনিটরিং ইত্যাদি কর্মকান্ড সুচারুরূপে সম্পাদনের সামগ্রিক ব্যবস্থাপনার লক্ষ্যে ১৯৮৯ সালে ভূমি সংস্কার বোর্ড এবং তার সহযোগী প্রতিষ্ঠান বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়সমূহ গঠিত হয় এবং অদ্যাবধি তা চলমান আছে।
প্রচলিত ভূমি ব্যবস্থাপনা কর্মকান্ডের আধুনিকীকরণ, ভূমি ব্যবহার নীতিমালা ও সার্বিক পরিকল্পনা প্রণয়ন, বিদ্যমান আইন, বিধি-বিধানের সংশোধন, সংযোজন, যুগোপযোগিকরণ, প্রয়োজনে নতুন আইন-বিধি প্রবর্তন এবং সর্বোপরি ভূমি সংস্কার বিষয়ে গবেষণাধর্মী কার্যাদি পরিচালনা করা এই প্রতিষ্ঠানর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
‘Office of the Divisional Deputy Land Reforms Commissioner’ is a statutory body under the supervision of the Land Reforms Board. The institutional concept has been developed in the light of present perspectives taking view from the then ‘the Board of Revenue’ in British regime with the definite aim of close monitoring of field level land-administration, upholding transparency and clarity, ensuring dynamic speedy service to the land owners, monitoring to expedite collection of targeted amount of Land development-tax etc. To perform all these activities properly the Land Reforms Board and Offices of the Divisional Deputy Land Reforms Commissioner were established in the year 1989 and has been acting at full swing to update.
In fact essential modernization of continuing land management, improving the threadbare land-use policies, necessary amendment of laws, rules and regulations with emphasis to make age-bound and need- based new laws the ultimate function of this institution.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস